• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৩০-৫-২০২৩, সময়ঃ বিকাল ০৪:৫২

ঘোড়াঘাটে প্রেমিকাকে রেখে পালিয়ে গেলো প্রেমিক 



ঘোড়াঘাট প্রতিনিধি ►

দিনাজপুরের ঘোড়াঘাটে প্রেমিকা জেমি আকতারকে (১৭) বাড়িতে রেখে পালিয়ে গেল প্রেমিক সিহাব(১৮)। প্রেমিকা জেমি আকতার বিয়ের দাবীতে প্রেমিক সিহাবের বাড়িতে অবস্থান নিয়েছে। এই ঘটনাটি ঘটেছে ২৯ মে সোমবার ভোরে উপজেলার ভর্নাপাড়া গ্রামে। 

জানা গেছে, ভর্নাপাড়া গ্রামের সাজু মিয়ার পুত্র ঘোড়াঘাট সরকারি কলেজের একাদশ শ্রেণীর ২য় বর্ষের ছাত্র সিহাবের সাথে ২ বছর পুর্বে উপজেলার জয়রামপুর গ্রামের জিয়াউর রহমানের মেয়ে জয়রামপুর ফজিল মাদরাসার একাদশ শ্রেণীর ১ম বর্ষের ছাত্রী জেমি আকতার (১৭) এর সাথে মোবাইলের মাধ্যমে পরিচয় হয়। তার পর থেকে মন দেয়া নেয়ার এক পর্যায়ে  তাদের মধ্যে প্রেম জমে ওঠে এবং সিহাব জেমির বাড়িতে যাওয়া-আসা করতো। 

প্রেমের বিষয়টি জেমির পরিবারে জানাজানি হয়ে গেলে সিহাবকে বিয়ে করার জন্য চাপ দেয়। ফলে সিহাব জেমিকে বিয়ে করার জন্য জেমিকে ২৯ মে সোমবার ভোরে সিহাব তার বাড়ি থেকে তাকে নানার বাড়ি ভর্নাপাড়া গ্রামে নিয়ে আসে। কিন্তু বাঁধ সাধে সিহাবের মা সেলিনা খাতুন। বিয়েতে সম্মতি না দেয়ায় সিহাব জেমি আকাতারকে নিয়ে ভর্নাপাড়া গ্রামের ইউপি সদস্য গোলাম রব্বানীর বাড়িতে আসে। সেখানে ্অবস্থান করার পর সে জেমি আকতারকে রেখে পালিয়ে গা ঢাকা দেয়। পরে প্রেমিকা জেমি আকতার সিহাবের বাড়িতে গিয়ে ওঠে। এ রিপোর্ট লেখা পর্যন্ত েিয়র দাবীতে সে প্রেমিকের বাড়ীতে অবস্থান করছিলো।