- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ৭-৯-২০২৩, সময়ঃ দুপুর ০২:৪১
ঘোড়াঘাটে নবাগত ইউএনওর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি►
দিনাজপুরের ঘোড়াঘাটের নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রফিকুল ইসলামের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা হয়েছে। উপজেলা পরিষদের সভাকক্ষে আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাংবাদিকরা ঘোড়াঘাট উপজেলার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন । উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম সমস্যাগুলির সমাধান করার আশ্বাস প্রদান করেন। মতবিনিময় সভায় উপজেলার প্রায় ৩০জন সাংবাদিক অংশ গ্রহন করেন।
উল্লেখ্য গত ৫ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম ঘোড়াঘাটে যোগদান করেন। তিনি রাফিউল আলমের জায়গায় স্থলাভিষিক্ত হলেন। ইতিপুর্বে তিনি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন।