- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৫-১-২০২৩, সময়ঃ দুপুর ০২:৩৮
ঘোড়াঘাটে জমির দখল নিয়ে বিরোধের জেরে দুজনকে কুপিয়ে হত্যা
দিনাজপুর প্রতিনিধি ►
দিনাজপুর ঘোড়াঘাটে জমি দখলের বিরোধ নিয়ে দুই পক্ষের সংর্ঘষে মনোয়ার হোসেন মিম (২৪) ও রাকিব হোসের (২৩) নামের এক যুবককে গলা ও পিঠে ছুরির আঘাত করে হত্যা করেছে প্রতিপক্ষরা । এ ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে আরোও ৮ জন আহত হয়েছেন।
আজ বুধবার (২৫ জানুয়ারী) সকাল ১০ টার দিকে পৌরশহরের খোদাদপুর চারমাথা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মনোয়ার হোসেন মিম ঘোড়াঘাট পৌরশহরের খোদাদপুর চারমাথা এলাকায় এলাকার হায়দার আলীর ছেলে এবং রাকিব হোসেন একই এলাকার ইসমাঈল হোসেনের ছেলে
স্থানীয়দের বরাতদিয়ে থানা পুলিশ জানায়, ঘোড়াঘাটের খোদদাতপুর এলাকার হায়দার আলী সঙ্গে একই এলাকার ওমর আলীর জমি নিয়ে দীর্ঘদিন ধরে জমির দখল নিয়ে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় উভয় পরিবারের মধ্যে ধারালো অস্ত্র নিয়ে জমি দখল নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায় । এরই এক পর্যায়ে ওমর আলীর পরিবারের লোকজন হায়দার আলীর ছেলের মনোয়ার হোসেনের পিঠে ছুরি দিয়ে আঘাত করে এবং রাকিবের গলায় ছুরির আঘাত করে। এতে ঘটনাস্থলেই মনোয়ার হোসেন মিম মারা যান। গুরুত্বও আহত অবস্থায় স্থানীয়রা রাকিবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় নিয়ে যাওয়ার সময় পথেই তার মৃত্যু হয়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু হাসান কবির জানান,‘জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের দেশিয় অস্ত্রের আঘাতে দুই জন মারা গেছেন। এঘটনায় বেশ কয়েক জন আহত হয়ে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। আসামিদের আটকের অভিযান অব্যহত রয়েছে।