- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ৩-১-২০২৩, সময়ঃ বিকাল ০৪:৪৪
ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে গণ সচেতনতামূলক কর্মশালা
ঘোড়াঘাট প্রতিনিধি ►
ঘোড়াঘাট উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে গণ সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে দিনাজপুর সিভিল সার্জন অফিসের বাস্তবায়নে ও ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্সের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সড়ক নিরাপত্তা, পানিতে ডুবে যাওয়া ও জল নিরাপত্তা বিষয়ক গণ সচেতনতামূলক বিষয়ে আলোচনা করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ তৌহিদুল আনোয়ারের সভাপতিত্বে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য-শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মেডিকেল অফিসার ডাঃ নুরে আজমীর ঝিলিক, ডাঃ প্রিয়াঙ্কা কুন্ডু, ৪নং ঘোড়াঘাট ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান ভুট্টু প্রমুখ।