- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৬-১২-২০২২, সময়ঃ রাত ০৭:০৮
ঘোড় দৌড় ও নাটক প্রতিযোগিতা গ্রামীণ বাংলার ঐতিহ্য
পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি ►
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, মহান বিজয়ের মাসে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহীদ ডা. আকবর আলীর স্মৃতি স্মরণে ঘোড় দৌড় ও নাটক প্রতিযোগিতার আয়োজন পীরগঞ্জের ঐতিহ্য। অনেক বছর ধরেই এই আয়োজন এই অঞ্চলের মানুষের সাথে মিশে আছে। সকলের সরব উপস্থিতির মধ্য দিয়ে আজকের আয়োজন সফল হবে বলে উল্লেখ করেন তিনি।
সোমবার স্পিকার তাঁর নিজ সংসদীয় আসন ২৪ রংপুর-৬ এর অধীন রংপুরের পীরগঞ্জ উপজেলাস্থ বড় আলমপুর ইউনিয়নের পতœীচড়া আখক্রয় কেন্দ্র মাঠে মহান বিজয়ের মাস উপলক্ষে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহীদ ডা. আকবর আলীর স্মৃতি স্মরণে বড় আলমপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত 'ঐতিহ্যবাহী ঘোড় দৌড় ও নাটক প্রতিযোগিতা ২০২২' অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন।
এসময় স্পিকার ঘোড় দৌড় প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন। সকলকে ইংরেজি নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে স্পিকার বলেন, বড় আলমপুর ইউনিয়নের নেতৃবৃন্দ অক্লান্ত পরিশ্রম করে আজকের অনুষ্ঠানটি আয়োজন করেছেন। এই অনুষ্ঠান শুধু ঐতিহ্যই নয়, সকলের মাঝে এই অনুষ্ঠান ভ্রাতৃত্বের বন্ধনকে দৃঢ় করে।
এসময় ২০২৩ সালে অনুষ্ঠিতব্য একই অনুষ্ঠানে সশরীরে উপস্থিত হয়ে অনুষ্ঠান উপভোগের আশাবাদ ব্যক্ত করেন স্পিকার। বড় আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক রফিকুল ইসলাম মন্ডল খাজা, পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ মন্ডল, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রাজা প্রমুখ উপস্থিত ছিলেন।