• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৪-৪-২০২৩, সময়ঃ সকাল ০৮:৪৯

গোাবিন্দগঞ্জে গামছার সাহায্যে গলায় ফাঁস দিয়ে কিশোরের আত্নহত্যা



গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►

গোন্দিগঞ্জে গলায় গামছা পেচিয়ে  মেহেরাজ হোসেন (১৪) নামের এক কিশোর আত্নহত্যা করেছে। শনিবার বিকেলে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের মাষ্টারপাড়া গ্রামের এই ঘটনা ঘটে। মেহেরাজ ওই গ্রামের রেজাউল করিমের পুত্র। সকলের অজান্তে নিজ ঘরের ধর্ণার সাথে গামছার সাহায্যে গলায় ফাঁস দিয়ে গুরুতর অসুস্থ হয়ে পরে। তাকে হাসাপাতালে নেয়া পথে মারা যায়।

কাটাবাড়ী ইউপি চেয়ারম্যান জোবায়ের হাসান শফিক মাহমুদ  গোলাপ  আত্নহত্যার বিষয়টি নিশ্চয়তা  নিশ্চিত করেছেন। উপজেলার বৈরাগী হাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিলন চ্যাটার্জি বলেন বাবা-মায়ের ওপর অভিমান করে কিশোরের আত্নহত্যা করার খবর চেয়েছি।