• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৭-৭-২০২৩, সময়ঃ রাত ০৮:১৩

তালুককানুপুর ইউপি’র উপ-নির্বাচনে জয়ী নৌকার প্রার্থী



গোবিন্দগঞ্জ প্রতিনিধি►

গোবিন্দগঞ্জের তালুককানুপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনিত মাসুদ আলম মন্ডল নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১১ হাজার ৬০৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ছিলেন আনারস প্রতীকের মোস্তফা আশরাফুল ইসলাম। তিনি পেয়েছেন ৯ হাজার ৪৪২ ভোট।  অন্যদিকে নাকাই ইউপি’র সদস্য পদে ৫৮৪ ভোট পেয়ে ছিদ্দিকুর রহমান ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন।

উপজেলা নির্বাচন অফিসার আব্দুর রশিদ জানান, তালুককানুপুর ইউনিয়নে ১৩টি কেন্দ্রের ৭৩টি ভোটকক্ষে ৩০ হাজার ৫৯৫ জন ভোটারের মধ্যে ২১ হাজার ৬০৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। 

এর আগে, সোমবার (১৭ জুলাই) সকাল ৮টায় ভোট শুরু হয়ে একটানা চলে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করতে পুলিশ, র‌্যাব, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তার দায়িত্ব পালন করে। এ ছাড়াও ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান টহলদল তাদের দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, গত ৪ মে এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমানের মৃত্যুতে চেয়ারম্যান পদ এবং নাকাই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্যের মৃত্যুতে পদটি শূন্য হয়।