• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২১-৩-২০২৫, সময়ঃ রাত ০৭:০৩

গোবিন্দগঞ্জের কোচাশহরে স্কুল শিক্ষিকাকে হত্যা চেষ্টার অভিযোগ



মনজুর হাবীব মনজু, মহিমাগঞ্জ►

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের পল্লিতে এক স্কুল শিক্ষিকাকে পিটিয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে তারাবির নামাজ পড়ে মসজিদ থেকে ফেরার পথে তার ওপর আক্রমণ করা হয় বলে থানায় অভিযোগ করা হয়েছে। 

ঘটনার শিকার ডলি বেগম নামের ওই শিক্ষিকা উপজেলার শালমারা ইউনিয়নের বুড়াবুড়ি আজিতুল্লাহ সরকার উচ্চবিদ্যালয়ে সহকারি শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। 

ওই শিক্ষিকার স্বামী পার্শ্ববর্তী পচারিয়া উচ্চ বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বেলাল উদ্দিন থানায় অভিযোগে জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশী কয়েকজন মিলে এ হত্যা চেষ্টা চালায়। কোচাশহর ইউনিয়নের ভাগগরীব গ্রামে তাদের বাড়ির পার্শ্ববর্তী মসজিদ থেকে তারাবির নামাজ পড়ে বের হওয়ার পরপরই এ আক্রমণ চালায় তারা। এ সময় মারপিটের পাশাপাশি তারা লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কারও লুটে নেয় ডলি বেগমের শরীর থেকে। চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। তাকে উদ্ধার করে রাতেই গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান প্রতিবেশীরা। ঘটনার সময় তিনি ঢাকায় ছিলেন। খবর পেয়ে ঢাকা থেকে ফিরে শুক্রবার (২১ মার্চ) বিকেলে ৯ জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করেন। 

গোবিন্দগঞ্জ থানার ডিউটি অফিসার আতাউল ইসলাম শুক্রবার (২১ মার্চ) শুক্রবার সন্ধ্যায় এ অভিযোগ পেয়েছেন বলে নিশ্চিত করেছেন।