- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৮-৪-২০২৩, সময়ঃ বিকাল ০৩:০২
গোবিন্দগঞ্জের কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার গোবিন্দগঞ্জের বাঁশ ঝাড় থেকে হেলেনা খাতুন (১৫) নামের এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে পৌর সভার চাষকপাড়ার হেলাল উদ্দীনের কন্যা। আজ শুক্রবার সকালে পৌর এলাকার বাঘমারা ববনপুর থেকে পুলিশ লাশটি উদ্ধার করেছে।
স্থানীয় ও পরিবারের লোকজন জানান, হেলেনার আদিবাড়ী পাশর্^বর্তী গুমানীগঞ্জ ইউনিয়নের বালুভরা গ্রামে। ছোট বেলা থেকেই আত্নীয়তার সুত্রে তাকে লালন-পালন করার জন্য চাষকপাড়ার হেলাল তার নিজবাড়ীতে নিয়ে আসে এবং সেখানে তার কন্যা পরিচয়ে বড় হয়। কিন্ত মানসিক রোগের কারণে সে মাঝে মধ্যেই বাড়ী থেকে বেড়িয়ে যেত।
এরই এক পর্যায়ে গত বৃহস্পতিবার বিকেল থেকেই হেলেনা বাড়ী থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজি করেও পাওয়া যায়নি। শুক্রবার সকালে প্রতিবেশীর কাছে থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একটি গাছের সাথে ওড়নার সাহায্যে ঝুলন্ত লাশটি সনাক্ত করে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দীন জানান লাশটি উদ্ধার করা হয়েছে। তদন্ত চলছে। মরহেদ ময়না তদন্তের জন্য পাঠানোর হচ্ছে এবং মামলা পক্রিয়াধীন রয়েছে।