- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ৫-১১-২০২২, সময়ঃ সন্ধ্যা ০৬:২৬
গোবিন্দগঞ্জে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত
গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার গোবিন্দগঞ্জে "বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন"- এই প্রতিপাদ্যে সারা দেশের মত ৫১ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে শনিবার সকালে পতাকা উত্তোলন, র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন গাইবান্ধা- ৪ গোবিন্দগঞ্জ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান।
গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার এ এইচ এম তারিকুল শরীফ,উপজেলা দারিদ্র্য বিমোচন অফিসার আব্দুল হাসনাত,সমবায়ী আল আমিন, হ্যাপী বেগম সহ কর্মকর্তা বৃন্দ।
শেষে অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। শ্রেষ্ঠ সমবায়ী হিসাবে এ বছর রহিম বাদশা ও মেহেদী হাসান কে ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠান টি পরিচালনা করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার বোরজাহান কবীর।