- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২১-৪-২০২৪, সময়ঃ বিকাল ০৩:৩৩
গোবিন্দগঞ্জে ৪০০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২
নিজস্ব প্রতিবেদক►
গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি কাভার্ডভ্যান থেকে ৪০০ বোতল ফেনসিডিলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
আজ রবিবার (২১ এপ্রিল) দুপুরে র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- বরিশালের মুলাদী থানার আলমাছ হোসেন (৩৪) এবং লালমনিরহাটের আদিতমারী উপজেলার আব্দুর রাজ্জাক নয়ন (২৮)।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, শনিবার (২০ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে র্যাবের একটি অভিযানিক দল গোপন সংবাদে অভিযান পরিচালনা করে। এ সময় একটি কাভার্ডভ্যান থামিয়ে তল্লাশি করা হয়। এতে থাকা ৪০০ বোতল ফেনসিডিল জব্দসহ ওই কারবারিদের গ্রেফতার করা হয়েছে। একইসঙ্গে জব্দ করা হয় গাড়িও।
র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার মাদক কারবারিরা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের সঙ্গে জড়িত অন্যান্য কারবারিদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে।