- মাধুকর প্রতিনিধি
- ৬০ মিনিট আগে
গোবিন্দগঞ্জে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ►
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৪ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে শাহাদাত হোসেন সাদ্দাম (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ (সোমবার, ১৯ মে) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম মাধুকরকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার সাদ্দাম উপজেলার কামারদহ ইউনিয়নের ফাঁসিতলা গ্রামের আফছার আলী ইদুর ছেলে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছে।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার কামারদহ ইউনিয়নের একটি ভাড়া বাসায় মায়ের সঙ্গে বসবাস করেন ওই শিশু। গত ৯ মে দুপুর ২ টার দিকে শাক তোলার জন্য ওই শিশুর মা বাড়ির বাইরে যান। এসময় শিশুটির মুখ চেপে ধরে শাহাদাত হোসেন সাদ্দাম তার ঘরে নিয়ে যায়। সেখানে ওই শিশুকে ধর্ষণ করেন তিনি।
এদিকে ওইদিন রাতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে পর দিন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে শিশুটির অবস্থা আরো অবনতি হলে চিকিৎসকের পরামর্শে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।