• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৯-৯-২০২৩, সময়ঃ বিকাল ০৫:৪০

গোবিন্দগঞ্জে ২ কোটি ৭৫ লক্ষ টাকা ব্যয়ে ৪টি গ্রামীণ সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন



গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►

গাইবান্ধার গোবিন্দগঞ্জে  ২ কোটি ৭৫ লক্ষ টাকা ব্যয়ে ৪টি গ্রামীণ সড়ক পাকাকরন কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য প্রকৌশলী বীর মুক্তিযোদ্ধা মনোয়ার হোসেন চৌধুরী এই কাজের উদ্বোধন করেন। এলজিইডি’র বাস্তবায়নে এই সড়ক গ্রামীণ সড়কগুলির উন্নয়ন করা হবে।

পৃথক অনুষ্ঠানের মধ্য দিয়ে উপজেলার শিবপুর ইউপি'র ভাগগোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কানেকটিং সড়ক, শ্রীমুখ কমিউনিটি ক্লিনিক হতে কামারের হাট সড়ক, চকেন্দাহার হতে পানবাড়ী প্রাথমিক বিদ্যালয়ের সড়ক, কামারের হাট হতে কুড়িপাড়া সড়ক পাকাকরন কাজের উদ্বোধন করা হয়। 

সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন উপলক্ষে শিবপুর ইউপি চেয়ারম্যান সাবেক ভিপি সেকেন্দার আলী মন্ডলের সভাপতিত্বে এবং সহযোগি অধ্যাপক ফিরোজ খান নুনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনায় সভায় প্রধান অতিথি ছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এলজিইডি গাইবান্ধা'র নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলাম, সংসদ সদস্য'র রাজনৈতিক সমন্বয়কারী কৃষিবিদ আব্দুল্লাহ আল হাসান চৌধুরী লিটন, গোবিন্দগঞ্জ উপজেলা প্রকৌশলী আতিকুর রহমান তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলতামাসুল ইসলাম প্রধান শিল্পী, উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক নূরে আলম সিদ্দিকী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিন রুমি, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আহসানুুল শেখ সুমন, পৌর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক নুরুন্নবী সরকার নান্নু, সংসদ সদস্যে'র পিএ খাইরুল আলম প্রমুখ।