- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১-৮-২০২৩, সময়ঃ রাত ০৭:১৯
গোবিন্দগঞ্জে হ্যালো এইচপি অ্যাপস ইনষ্টলেশন ক্যাম্পেইন কার্যক্রমের কমিউনিটি পুলিশিং সভা
গোবিন্দগঞ্জ প্রতিনিধি►
গোবিন্দগঞ্জে হ্যালো এইচপি অ্যাপস ইনষ্টলেশন ক্যাম্পেইন কার্র্যক্রমের কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার আয়োজনে আজ মঙ্গলবার (১ আগস্ট) বিকেলে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাইওয়ে পুলিশের বগুড়া রিজিয়নের এ এস পি হরেশ্বর রায়।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনর্চাজ (ওসি) আমিনুল ইসলামের সভাপতিত্বে এ ক্যাম্পেইন কার্যক্রমের আলোচনা সভায় বক্তব্য দেন গাইবান্ধা মোটর মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, কামারদহ ইউপি চেয়ারম্যান তৌকির হাসান রচি, গোবিন্দগঞ্জ টেম্পু মালিক সমিতির সভাপতি নাজমুল ইসলাম প্রধান টুকু, বিশিষ্ট ব্যবসায়ী জিয়াউল হক মিঠু, গোবিন্দগঞ্জ প্রেসক্লাব সভাপতি গোপাল মোহন্ত, সাধারণ সম্পাদক রাসেল কবির, দেউলি ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল হাই, বিশিষ্ট সমাজসেবক তুষার ও ইউপি সদস্য মিন্টু মিয়া।
অনুষ্ঠানের প্রধান অতিথি হ্যালো হাইওয়ে পুলিশ অ্যাপস এর সুবিধা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং এর বিস্তারিত সুবিধা সম্পর্কে অবহিত করেন। সেইসাথে অধিক সেবা পেতে আ্যাপস টি মোবাইলে রাখার আহ্বান জানান।