- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১৮-৪-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:৪৪
গোবিন্দগঞ্জে সুবিধা বঞ্চিত ৩শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার গোবিন্দগঞ্জে অসহায়-দরিদ্র এবং সুবিধা বঞ্চিত ৩শ” পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন স্বাস্থ্য সেবা কেন্দ্রের উদ্যোগে বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল ও তেল।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের হল রুমে এই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী ও বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান।
গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেনের সভাপতিত্বে এবং গাইবান্ধার আমার চ্যানেল আই দর্শক ফোরামের সভাপতি আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি ছাড়াও বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) বশির আহমেদ, আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি প্রধান আতাউর রহমান বাবলু, প্রকৃতি ও জীবন ক্লাব গাইবান্ধার সমন্বয়ক চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি ফারুক হোসেন, প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক আহম্মদ উল্লা, সদস্য শাহজাহান আলী সরদার প্রমূখ।
প্রকৃতি ও পরিবেশ সুরক্ষার পাশাপাশি সংগঠনটি প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন স্বাস্থ্য সেবা কেন্দ্র মানবিক সহায়তায় দিয়ে যাচ্ছে।