• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৭-২-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:২০

গোবিন্দগঞ্জে সুদেব হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি



গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দই কারখানার শ্রমিক সুদেব কুমার সরকারকে (৩৫) হত্যার দায় স্বীকার কওে আদালতে জবান বন্দি দিয়েছেন গ্রেফতারকৃত ওই কারখানার ম্যানেজার সুমন ও কর্মচারী মনির। তাদের সাথে মনোমালিন্য এবং দ্বন্দ্ব থাকায় তারা তাকে হত্যা করে। 

গত রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুর দেড়টা থেকে বিকাল সাড়ে সন্ধ্যা পর্যন্ত গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক নাজমুল হাসান তাদের জবান বন্দি লিপিবদ্ধ করেন।

মামলার তদন্তকারি অফিসার এসআই সঞ্জয় কুমার সাহা এ তথ্য নিশ্চিত করে জানান, জবান বন্দি গ্রহণ শেষে আদালতের নির্দেশে তাদের জেলা কারাগারে পাঠানো হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলো গোবিন্দগঞ্জ পৌর শহরের পান্থাপাড়ার বিথী দধি ভান্ডার কারখানার ম্যানেজার  ও বগুড়ার সোনাতলা উপজেলার হরিখালী গ্রামের খোকন ঘোষের পুত্র সুমন ঘোষ (২৮) ও একই কারখানার কর্মচারী শিবগঞ্জ উপজেলার গাংনগর মাঝপাড়া গ্রামের বীরেন দাসের পুত্র মনির দাস (২২)। 

উল্লেখ্য গত শনিবার রাতে কারখানায় ছুরিকাঘাতে নিহত হয় সুদেব চন্দ্র। তিনি বগুড়া শিববগঞ্জ উপজেলার দেউলি ইউনিয়নের দুর্লভপুর গ্রামের বীরেন চন্দ্র দাসের ছেলে। নিহত সুদেব ওই কারখানার শ্রমিক ছিলেন। নিহত সুদেবের ছোট ভাই অনিক সরকার গত শনিবার সকালে গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে।