- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৭-১-২০২৫, সময়ঃ সন্ধ্যা ০৬:১৯
গোবিন্দগঞ্জে সিপিবির ‘গণতন্ত্র অভিযাত্রা’ কর্মসূচি পালিত
গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)►
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) দেশব্যাপী ‘গণতন্ত্র অভিযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধার গোবিন্দগঞ্জে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ (সোমবার, ২৭ জানুয়ারি) বিকেলে উপজেলা শহরের শহীদ মিনার চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিপিবির উপজেলা কমিটির সভাপতি অশোক কুমার আগরওয়ালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আল মামুন মোবারকের সঞ্চালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সহকারি সাধারণ সম্পাদক মিহির ঘোষ।
এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা সিপিবির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সহকারি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুরাদ জামান রব্বানী, সদস্য কমরেড তাজুল ইসলাম, সম্পাদকমন্ডলীর সদস্য মিতা হাসান, সিপিবির পলাশবাড়ী কমিটির সভাপতি আদিলুর রহমান নান্নু, গোবিন্দগঞ্জ উপজেলা কৃষক নেতা রেজাউল করিম রাজু, ক্ষেতমজুর সমিতির নেতা ওহেদুন্নবী মিলন প্রমুখ।
বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকারের পাঁচ মাস অতিবাহিত হয়েছে। এরই মধ্যে মানুষের আকাঙ্খার বিপরীত কর্মকান্ড শুরু হয়েছে। তারা সিন্ডিকেট ভাঙ্গার বদলে নিত্যপণ্যের উপর ভ্যাট আরোপ করেছে। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করে মুক্তিযুদ্ধকে বিতর্ক করছে, বাংলাদেশের নাম পরিবর্তনের ষড়যন্ত্র করছে। যা কখনই গ্রহণযোগ্য নয়। বক্তারা অবিলম্বে বর্ধিত ভ্যাট প্রত্যাহার ও প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানান।