• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৬-৮-২০২৩, সময়ঃ বিকাল ০৫:৫২

গোবিন্দগঞ্জে সাংবাদিককে মারপিটের মামলায় একজন গ্রেফতার



গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাংবাদিককে মারপিটের মামলায় বাবলু মিয়া নামের এক আসামী গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার শিবপুর ইউনিয়নের শোলাগাড়ী নিজ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। বাবলুু  উত্তর শোলাগাড়ী গ্রামের রফিকুল ইসলামের পুত্র।

থানা সুত্রে জানা গেছে মামলা দায়েরের পর থেকে পুলিশ আসামীদের গ্রেফতার করতে  তৎপর হয়ে ওঠে। এরই ধারাবাহিকতায়  শনিবার রাতে এস আই প্রলয় বর্র্মার নেতৃৃত্বে একটি পুলিশ দল অভিযান চালিয়ে বাবলুকে গ্রেফতার করে। আজ দুপুুরে গোবিন্দগঞ্জ চৌকি আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, ৩ আগষ্ট উপজেলার শোলাগাড়ী দাখিল মাদ্রসায় খবরের জন্য তথ্য সংগ্রহের জন্য গেলে অধ্যক্ষ  মিনহাজ উদ্দিন ও তার লোকজন ৫ সাংবাদিকের ওপর হামালা ও মারপিট করে। এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হলে পুলিশ রাতে অভিযান চালিয়ে বাবলুুকে গ্রেফতার করেন। মামলার মুুল আসামী এখনও ধরা ছোয়ার বাইরে রয়েছে।