• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১-৪-২০২৩, সময়ঃ বিকাল ০৫:১৯

গোবিন্দগঞ্জে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক প্রাতিষ্ঠানিক গণশুনানী অনুুষ্ঠিত



গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক গণশুনানী অনুুষ্ঠিত হয়েছে।’ বিনা খরচে নিন আইনি সহায়তা, শেখ হাসিনার সরকার দিচ্ছে এই নিশ্চয়তা’ এই পতিপাদ্য সামনে রেখে আজ শনিবার দুপুরে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের আদমপুর সাঁওতাল পল্লীতে অনুুষ্ঠিত গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধার জেলা ও দায়রা জজ মো: আবুল মনসুর মিঞা ও বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো: কামাল হোসেন।

গোবিন্দগঞ্জ উপজেলা নির্বার্হী অফিসার আরিফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ওপেন্দ্রনাথ দাস, সহকারী জজ ওবাইদুল হক রুমি, গাইবান্ধা জেলা বারের সভাপতি এ্যাডভোকেট ফারুক আহমেদ প্রিন্স, গোবিন্দগঞ্জ বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ভবেশ চন্ত্র সরকার, কাটাবাড়ী ইউপি চেয়ারম্যান জোবায়ের হাসান শফিক শাহমুদ গোলাপ, প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে, জেলা আদিবাসী নেতা গৌর পাহাড়ী, সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভুমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাক্সে, আদিবাসী নেত্রী এমেলি হে¤্রম প্রমূখ।

অনুষ্ঠানের প্রধান অতিথির তার বক্তব্যে বলেন, সরকার প্রান্তিক মানুষের জন্য বিনা খরচে আইনি সহায়তা দানে নানা ধরণের কর্মসুচী হাতে নিয়েছেন। এ জন্য ভুক্তভোগীদের সেই সুযোগ কাজে লাগানোর পরামর্শ প্রদান করেন। শেষে তিনি প্রান্তিক জনগোষ্ঠীর  আইনি সহায়তা বিষয়ক নানা প্রশ্নের উত্তর দেন।