• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৫-১-২০২৪, সময়ঃ সন্ধ্যা ০৬:৩০

গোবিন্দগঞ্জে শীতার্ত দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ



গোবিন্দগঞ্জ প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে শীতার্ত দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ সোমবার (১৫ জানুয়ারি) বিকেলে গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান ভবন চত্বরে  প্রায় ২ হাজার শীতার্ত মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। 

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ। 

উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের আয়োজনে কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রাসেল মিয়া, জেলা আওয়ামী লীগের সদস্য ও গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র মুকিতুর রহমান রাফি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্র্মকর্তা জেন্দার আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী প্রধান বাদু, সিনিয়র সহ সভাপতি প্রধান জাকারিয়া ইসলাম জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া আসাদুজাজমান হিরু, সাবেক সহ সভাপতি সৈয়দ শরিফুল ইসলাম রতন প্রমুখ। 

শেষে প্রধান অতিথি দুস্থ মানুষের হাতে কম্বল তুলে দেন।