• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৮-৩-২০২৩, সময়ঃ রাত ০৭:০৪

গোবিন্দগঞ্জে শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধণা সভা অনুষ্ঠিত



গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►

গাইবান্ধার গোবিন্দগঞ্জ বিএম বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের  বিদায় সংবর্ধনা সভা অনুষ্ঠিত হযেছে। আজ শনিবার বিকেলে বিদ্যালয় চত্বরের স্থায়ী মঞ্চে অনুষ্ঠিত বিদায়ী সংবর্ধণা সভায় প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী  মনোয়ার হোসেন চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ প্রধান এবং পৌর সভার মেয়র মুকিতুর রহমান রাফি। 

গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোকাদ্দেস আলী প্রধান বাদু’র সভাপতিত্বে এবং শিক্ষক আজাদুল হক ও নাহিদ আকতারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ননী গোপাল রায়, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য অশোক কুমার সাহা, আব্দুর রউফ সরকার তপন, প্রিন্স চৌধুরী, রাশেদ চৌধুরী ও  রফিকুল ইসলাম সোহেল, বিশিষ্ট ব্যবসায়ী  শাহজাহান আলী সরকার, ধর্মীয় শিক্ষক জায়েদুল ইসলাম, বিদায়ী ছাত্রীদের মধ্যে অর্থি প্রমুখ। শেষে শিক্ষার্থীদের পরিবেশনা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।