- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১৬-৫-২০২৩, সময়ঃ দুপুর ১২:১৭
গোবিন্দগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক ►
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সাইফুল ইসলাম (৫০) নামে এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার দিনগত রাতে ১০টার দিকে উপজেলার বালুয়া বাজার-বিশুবাড়ী সড়কের জাহিদুল ইসলামের ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।
উপজেলার তালুককানুপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. আবু সাইদ লিটন বিষয়টি নিশ্চিত করেন। নিহত সাইফুল ইসলাম বিশুবাড়ী কাজিপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, সাইফুল ইসলাম বালুয়া বাজার থেকে বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। জাহিদুল ইসলামের ইটভাটার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল বাইসাইকেলটিকে ধাক্কায় দেয়। এতে গুরুতর আহত হন সাইফুল। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে নেওয়ার পথে সাইফুলের মৃত্যু হয়। এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ওসি ইজার উদ্দিন বলেন, ঘটনাটি আমার জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।