• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৭-৪-২০২৩, সময়ঃ বিকাল ০৫:২৮

গোবিন্দগঞ্জে মুজিব নগর দিবস পালন



গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►

গোবিন্দগঞ্জে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মুজিব নগর দিবস পালন করা হয়। আজ সোমবার দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা বর্ণাঢ্য র‌্যালীর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী ও  বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ  প্রধান। 

গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের হল রুমের এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন  উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন। উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক  প্রভাষক ফিরোজ খান নুনের সঞ্চালণায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দীন, উপজেলা কমান্ডের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম আজাদ, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা কাজী সাদেক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবু রুশ মোঃ শরিফুল ইসলাম জর্জ প্রমূখ।  শেষে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।