- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১৬-১২-২০২৪, সময়ঃ বিকাল ০৪:২২
গোবিন্দগঞ্জে মহান বিজয় দিবস পালিত
গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার গোবিন্দগঞ্জে নানা কর্মসূচীর মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করা হয়। কর্মসূচীর মধ্যে ছিল সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন, জাতীয় পতাকা উত্তোলন, বিজয় মেলা, মুক্তিযোদ্ধাদের সংর্বধনা ও আলোচনা সভা।
আজ সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির পর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পৌরসভা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা। পরে উপজেলা বিএনপি, উপজেলা জামায়াতে ইসলামীসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন পৃথক পৃথক ভাবে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে।
দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়। উপজেলা পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা’র সভাপতিতে ¡অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান, বিএনপির কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুর ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম, হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম আজাদ, উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহম্মেদ, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি ফারুক কবির আহমদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আবুল হোসেন সরকার, নায়েবে আমীর আব্দুল বারী, সেক্রেটারি আবুল কালাম আজাদ, পৌর বিএনপির আহবায়ক রবিউল কবির মনু, সদস্য সচিব আবু জাফর লেলিন, পৌর জামায়াতে ইসলামীর আমীর শহিদুল ইসলাম, চেয়ারম্যান এ্যাসোসিয়েশনের সভাপতি ও রাখালবুরুজ ইউপি চেয়ারম্যান হাসানুর রহমান চৌধুরী ডিউক, সাধারণ সম্পাদক ও কোচাশহর ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম জাহিদ প্রমুখ। এর আগে উপজেলা পরিষদ চত্বরে বিজয় মেলার উদ্বোধন করা হয়। বিজয় দিবস উপলক্ষে মুক্ত মঞ্চে গোবিন্দগঞ্জ থিয়েটারের নাটক মঞ্চস্থ হয়।