- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২০-৪-২০২৩, সময়ঃ সকাল ১১:১১
গোবিন্দগঞ্জে ব্যক্তিগত উদ্যোগে দুস্থ-অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ
গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►
গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধানের ব্যক্তিগত উদ্যোগে ৪' শতাধিক দুস্থ-অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে রাখালবুরুজ ইউনিয়নের লোনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গরীব দুঃস্থ-অসহায় মানুষের মাঝে তিনি এসব ঈদ উপহার খাদ্য সামগ্রি বিতরণ করেন। এসময় গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্র লীগের যুগ্ম: আহবায়ক শফিউল আলম হিরু, রাখালবুরুজ ইউনিয়ন ছাত্র লীগের আহবায়ক সাকিব আল হাসান সজীব, রাখালবুরুজ ইউনিয়ন ছাত্র লীগের সাবেক সভাপতি নিপ্পন কবিরাজ, রাখালবুরুজ ইউনিয়ন কৃষক লীগ নেতা আলমগীর হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।