- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২১-৮-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:০৫
গোবিন্দগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণ
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ২১ শে আগষ্ট গ্রেনেড হামলা দিবস পালন করা হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ ,শোকর্যালী, আলোচনা সভা।
সকালে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী প্রধান বাদু, সহ সভাপতি প্রধান জাকারিয়া ইসলাম জুয়েল, সহ-সভাপতি অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম বিরু, সহ-সভাপতি আলতামাসুল শিল্পী, যুগ্ম-সম্পাদক আবু সুফিয়ান মন্ডল,দপ্তর সম্পাদক রোকনুজ্জামান বুদু, উপজেলা যুবলীগের সভাপতি তাহেদুল ইসলাম রকেট।
বিকেলে দলীয় কার্যালয়ের সামনে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে ও হামলাকারীদের শাস্তি দাবী করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ ছাড়াও বিভিন্ন সামাজিক ও শ্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান পৃথক পৃথক ভাবে দিবসটি পালন করেছে।