- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ৬-৯-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:১৫
গোবিন্দগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে জন্মাষ্টমী উদযাপন
গোবিন্দগঞ্জ প্রতিনিধি►
গোবিন্দগঞ্জে বর্নাঢ্য আয়োজনে নানা কর্মসূচির মধ্যদিয়ে শুভ জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে।
উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে আজ বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরবাড়ী থেকে বের হয়ে মঙ্গল শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে।
এর আগে মন্দির প্রাঙ্গণে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য মুকিতুর রহমান রাফি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সভাপতি মোকাদ্দেস আলী প্রধান বাদু , গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ, কেন্দ্রীয় কৃষকলীগ কার্যনির্বাহী কমিটির সদস্য খন্দকার জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগনেতা কামরুল হাসান ফাহিয়ান, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান শাকিলা বেগম, উপজেলা আওয়ামীলীগের যুগ্নঃ সাধারণ সম্পাদক দরবস্ত ইউপি চেয়ারম্যান আ,র,ম শরিফুল ইসলাম জর্জ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি আওয়ামীলীগ নেতা তনয় কুমার দেব, সাধারণ সম্পাদক প্যানেল মেয়র-২ রিমন কুমার তালুকদার, উপজেলা হিন্দু বৈদ্য খিষ্ট্রান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক ও বঙ্গবন্ধু পরিষদ উপজেলা শাখার সভাপতি আশিষ কুমার দাস রন্টু, পূজা উপজেলা উদযাপন পরিষদের অত্যতম নেতা বিমল কুমার সাহা বৈদ্য, বঙ্গবন্ধু পরিষদ উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক এস,এম তরিকুল ইসলাম প্রমুখ।