• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৭-২-২০২৩, সময়ঃ দুপুর ০১:২৯

গোবিন্দগঞ্জে বিক্রির সময় জনতার হাতে সরকারি বই আটক



গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►

গোবিন্দগঞ্জে বই বিক্রির সময় ৪২৭ টি সরকারি বই আটক করেছে এলাকাবাসী। গত রবিবার সন্ধ্যায় উপজেলার হরিরমাপুর বুড়িরভিটা আনন্দ বাজার বই গুলি আটক করা হয়। এসব বই মাধ্যমিক বিদ্যালয়ের সরকারি বই।  এ ঘটনা ধামাচাপা দিতে সম্পৃক্ত শিক্ষিকাকে বইগুলো বিদ্যালয়ে ফিরিয়ে নিতে নির্দেশ দিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। বিক্রি দণ্ডনীয় অপরাধ হলেও কর্তৃপক্ষের দায়সারা নির্দেশনায় স্থানীয় জনতার মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী জানান, হরিরামপুর বালিকা দ্বি-মুখী বিদ্যালয়ের নৈশ প্রহরী উত্তম কুমার ও জুনিয়র শিক্ষিকা (প্রধান শিক্ষক দাবিদার) চামেলি বেগম ২০২২ শিক্ষাবর্ষের বস্তাভর্তি ৪২৭ পিস বই বিক্রির জন্য শাহজাহান শেখের ভাংরির দোকানে আনেন। বইগুলো ওজন করাকালে সাধারণ জনগণ টের পেলে ওই প্রহরী ও শিক্ষিকা সটকে পড়ে। পরে স্থানীয় ইউপি সদস্য ফিরোজ কবিরকে অবহিত করলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বইগুলো জব্দ করেন। 

পরে চামেলি বেগমকে ডেকে এনে জানতে চাইলে তিনি বলেন- বিদ্যুৎ বিল ও সাউন্ড বক্স ভাল করার জন্য গুদাম পরিষ্কার করে  ২০২২ শিক্ষাবর্ষের বইগুলো বিক্রির জন্য পাঠিয়েছি। এসময় তিনি আরও জানান। এখন  মাধ্যমিক স্যার বইগুলো স্কুলে নিতে যেতে বলেছেন। ফোনে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম পারভেজ বলেন- বইগুলো বিদ্যালয়ে নিয়ে যাক; পরে ব্যবস্থা গ্রহণ করা হবে। 

উপস্থিত সাংবাদিকরা জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রোকসানা বেগমকে বিষয়টি অবগত করলে তিনি জানান, সুন্দরগঞ্জের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে; গোবিন্দগঞ্জের ঘটনাতেও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।