- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১৪-৪-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:২৭
গোবিন্দগঞ্জে বাংলা নববর্ষ উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত
গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►
বাংলা নববর্ষ উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জে বর্নাঢ্য শোভাযাত্রা ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরীর নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিন করে।
এরপর উপজেলা পরিষদের সন্মেলন কক্ষে বাংলা নববর্ষের গুরুত্ব তাৎপর্য বিষয়ক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফ হোসেন। সভায় প্রধান অতিথি ছাড়াও বিশেষ অতিথিরর বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ প্রধান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী প্রধান বাদু,গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দিন, সংসদ সদস্য'র সমন্বয়কারী কৃষিবিদ আব্দুল্লাহ আল হাসান চৌধুরী লিটন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এনামুল হকের সঞ্চালনায় উপজেলা প্রকৌশলী আতিকুর রহমান তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী, গোবিন্দগঞ্জ প্রেসক্লাব সভাপতি গোপাল মোহন্ত,সহ সভাপতি জাহিদুর রহমান প্রধান টুকু, সাধারণ সম্পাদক রাসেল কবির মহিলা আওয়ামী লীগ নেত্রী রাফিয়া আকতার, আদিবাসী সাংস্কৃতিক গোষ্ঠির নেত্রী রেনিকা মুর্ম প্রমূখ। অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।