- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ৪-৩-২০২৩, সময়ঃ রাত ০৭:৩৮
গোবিন্দগঞ্জে বন্ধ ঘরের দরজা ভেঙ্গে যুবকের গলিত লাশ উদ্ধার
গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►
গাইবন্ধার গোবিন্দগঞ্জে বর্ধণকুঠি এলাকার একটি বাসা থেকে মিঠুন সরকার (২৪) নামের এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সন্ধ্যা ৬ টায় পুলিশ দরজা ভেঙ্গে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থা থেকে লাশটি উদ্ধার করে থানায় আসে। মিঠুন জয়পুরহাট সদর উপজেলার পূর্ব পেচুলিয়া গ্রামের সন্তোষ সরকারের পুত্র। গোবিন্দগঞ্জে একটি মোবাইল কোম্পনিতে কর্র্মরত ছিল।
বাসার মালিক পুলিশের অবসরপ্রাপ্ত সাব-ইনন্সপেক্টর আনসার আলী জানান, বর্ধণকুঠি এলাকার তার বাসাটি মাত্র একমাস ৪দিন আগে মিঠুন সরকার ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। আজ বাসা থেকে দুর্গন্ধ পেয়ে তিনি পুলিশকে খবর দেন। এসময় বাসার জানালা দরজা ভিতর থেকে বন্ধ ছিল। পুলিশ এসে জানালা দরজা ভেঙ্গে লাশটি উদ্ধার করে নিয়ে যায়।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দীন জানান, অবিবাহিত মিঠুন ওই বাসায় একাই বসবাস করছিল। ধারণা করা হচ্ছে বেশ কয়েক দিন আগে ওই ব্যক্তি গলায় ফাঁস নিয়ে আতœহত্যা করে। লাশটি থানায় আনা হয়েছে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হচ্ছে। তার আতœীয় স্বজনকে খবর দেয়া হয়েছে।