- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ৩০-১২-২০২২, সময়ঃ দুপুর ০২:০৬
গোবিন্দগঞ্জে-ফেন্সিডিল উদ্ধার, দুই মাদক ব্যবসায়ী আটকসহ পিকআপ জব্দ
গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পিকআপ ভ্যানে মাদক পরিবহনের সময় ১ হাজার ৪৮ বোতল ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার গোবিন্দগঞ্জ থানা চত্বরে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার কামাল হোসেন এ তথ্য জানান। প্রেস ব্রিফিংয়ে তিনি আরো জানান গোবিন্দগঞ্জে বকচর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে পুলিশ একটি পিকআপ ভ্যান তল্লাসী করে কাঠের গুড়োর বস্তার নিচে চারটি প্লাস্টিকের বস্তায় ভরা ১ হাজার ৪৮ বোতল ফোন্সিল উদ্ধার করে। মাদক পরিবহনের কাজে ব্যবহৃত পিকআপ ভ্যানটিও পুলিশ আটক করে।
পুলিশ এসময় ফেন্সিডিল ব্যবসার সাথে জড়িত লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার পাটগ্রাম সাহেবডাঙ্গা গ্রামের মৃত আমির উদ্দীনের ছেলে ইমরান আলী ও একই গ্রামের ইব্রাহিম খলিলের ছেলে রবিউল ইসলামকে গ্রেফতার করা হয়।
এই মাদক ব্যবসার সাথে জড়িত সকলকে শনাক্ত করে আইনের আওয়াতায় আনা হবে বলে তিনি আরও জানান। আটককৃতদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ে করা হয়েছে।