• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২০-৪-২০২৩, সময়ঃ বিকাল ০৫:১৪

গোবিন্দগঞ্জে প্রধানমন্ত্রী পক্ষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে শাড়ী লুঙ্গি ও ঈদসামগ্রী বিতরণ



গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাখাহার ইউনিয়নের ৫শ’ দুস্থ মানুষের মাঝে শাড়ী লুঙ্গি ও ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে  প্রধান অতিথি হিসেবে গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান দুস্থদের মাঝে এসব  বিতরণ করেন।


এ উপলক্ষে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন শাখাহার ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আবু সাইদ জাকারিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক হামিদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা জিয়া, শিবপুর ইউনিয়ন পরিষদের সদস্য রোকন আকন্দ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রাজু সরকার, যুগ্ম আহবায়ক শফিউল আলম হিরু, ছাত্রলীগ নেতা সোহাগ, ছাত্রলীগ নেতা কপিরুল ইসলাম রানা  প্রমূখ।