• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৮-১-২০২৩, সময়ঃ রাত ০৭:০৪

গোবিন্দগঞ্জে প্রত্যয় বুদ্ধি প্রতিবন্ধি ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ 



গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►

গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রত্যয় বুদ্ধি প্রতিবন্ধি ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপিল বিভাগের এ্যাডভোকেট, গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ড. ইবনে আজিজ মোঃ নুরুল হুদা (ফরহাদ) প্রধান অতিথি হিসেবে প্রতিবন্ধি শিক্ষার্থীদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করেন। 

শনিবার সকালে ফাঁসিতলা এলাকায় বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয়ের সভাপতি এ এইচ এম সালেহ বেলালের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে  উপস্থিত ছিলেন দৈনিক আইন বার্তা পত্রিকার সম্পাদক  এ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন দুলাল, এ্যাডভোকেট মাহফুজুর রহমান, গভর্নি বডির সদস্য লুৎফা  বেগম, আব্দুর রউফম আবু খালিদ বিপ্লব, প্রধান শিক্ষক নেহার তোয়া, আম্বিয়া, মোহাম্মদ আলী প্রমুখ। শতিবস্ত্র বিতরণের আগে প্রধান অতিথি বিদ্যালয়ে পৌছিলে প্রতিবন্ধি শিক্ষার্থীরা তাকে ফুলের তোড়া দিয়ে বরন করে নেয় এবং একটি মনোজ্ঞ নাচ পরিবেশন করে।