- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ৩১-১০-২০২৩, সময়ঃ বিকাল ০৫:০৮
গোবিন্দগঞ্জে প্রণোদনার সার-বীজ বিতরণ শুরু
গোবিন্দগঞ্জ প্রতিনিধি►
গাইবান্ধার গোবিন্দগঞ্জে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হল রুমে মোবাইল কনফারেন্সের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী।
২০২৩-২৪ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা, ভুট্টা, গম, সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মশুর ডাল, সয়াবিনের বীজ এবং ১ বিঘা জমিতে চাষের জন্য সার কৃষকদের মাঝে তুলে দেয়া হয়। এ বছর উপজেলার প্রান্তিক পর্যায়ের ১১ হাজার ৩০০ জন কৃষক এ কৃষি প্রণোদনা পাবেন।
ক্ষুদ্র প্রান্তিক চাষীদের বিনা মূল্যে চাষীদের মাঝে কৃষি প্রণোদনার অংশ হিসেবে ১১ হাজার ৩ শত জন কৃষকের মাঝে ১বিঘা জমির জন্য বিনামূল্যে বীজ, সার বিতরণ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান। গোবিন্দগঞ্জের সহকারী কমিশনার (ভুমি) এ এস এম আব্দুল্লাহ বিন শফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রেজা-ই-মাহমুদ, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আজিজা আক্তার শিমু ও গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোপাল মোহন্ত প্রমুখ।