• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৯-৭-২০২৩, সময়ঃ রাত ০৮:১৬

গোবিন্দগঞ্জে পারিবারিক কলহের জেরে ধারাল অস্ত্রের আঘাতে পিতা-পুত্র আহত



গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►

গোবিন্দগঞ্জে পারিবারিক কলহের জেরে ধারাল অস্ত্রের আঘাতে পিতা-পুত্র আহত হয়েছে। এদের মধ্যে একজনকে গুরুতর আহত অবস্থায় হাসাপাতালে ভর্তি করা হয়েছে। 

গোবিন্দগঞ্জ থানায় দাখিল করা এজাহার সুত্রে  জানা গেছে উপজেলার কোচাশহর ইউনিয়নের দক্ষিণ শোলাগাড়ী গ্রামের  দুলাল মন্ডলের পুত্র শাকিল মন্ডলের সাথে একই গ্রামের বাদশা মন্ডলের পুত্র সাহাদত মন্ডলের পারিবারিক বিষয়ে দ্বন্দ্ব চলে আসছিল।

এর জের ধরে গত শনিবার সকালে সাহাদত মন্ডলের নেতৃত্ব তার আত্নীয় স্বজন ও শরীকরা ধারাল অস্ত্র, লাঠিশোটা নিয়ে শাকিলের পিতা দুলালের ওপর আক্রমণ করে এ সময় শাকিল এগিয়ে এলে তাকেও আক্রমন করে গুরুতর আহত করে। এর মধ্যে দুলাল মন্ডলের অবস্থা গুরুতর হওয়ায় তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মামলার ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক বুলবুল ইসলাম জানান অভিযোগ পেয়েছি তদন্ত করে দেখা হচ্ছে।