- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১২-৮-২০২৩, সময়ঃ রাত ০৮:১৫
গোবিন্দগঞ্জে দৈনিক করতোয়ার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
গোবিন্দগঞ্জ প্রতিনিধি►
অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জে দৈনিক করতোয়া পত্রিকার ৪৭ তম বর্ষপূর্তি এবং ৪৮ তম বর্ষে পদার্পণ অনুষ্ঠান পালিত হয়েছে। আজ শনিবার (১২ আগস্ট) বিকেলে এ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী আলহাজ্ব মনোয়ার হোসেন চৌধুরী।
গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে পত্রিকার গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধি গোপাল মোহন্ত এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী বাদু, গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ।
গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাসেল কবিরের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কোচাশহর ইউপির সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান মন্ডল, শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভিপি সেকেন্দার আলী মন্ডল , শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক খালেদ মাহমুদ চৌধুরী তুহিন, গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মনজুরুল ইসলাম সেলিম, সহ সভাপতি জাহিদুর রহমান প্রধান টুকু, চ্যানেল আইয়ের গাইবান্ধা জেলা প্রতিনিধি ফারুক হোসেন, প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ এবিএস লিটন, সদস্য মানিক সাহা, বাঙালি থিয়েটারের সাধারণ সম্পাদক বেলাল হোসেন, সংস্কৃতি কর্মী তাহমিদ চৌধুরী সহ স্থানীয় সুধিবৃন্দ।