- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১৩-৬-২০২৩, সময়ঃ দুপুর ০২:১৮
গোবিন্দগঞ্জে ট্রাকক্টরের চাকায় পিষ্ট হয়ে এক হেলপার নিহত
গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার গোবিন্দগঞ্জে দ্রুতগামী ট্রাকক্টর থেকে ছিটকে পরে ওই ট্রাকক্টরের চাকায় পিষ্ট হয়ে আবু হানিফ (১৮) নামের এক হেলপার নিহত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে গোবিন্দগঞ্জ-গাইবান্ধা ভায়া নাকাই সড়কের বড়দহ ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হানিফ হরিরামপুর ইউনিয়নের বড়দহ বেড়ের ভিটা গ্রামের শাহজাহান আলীর পুত্র।
স্থানীয়রা জানান বালু নিয়ে ধর্মপুরের দিকে যাওয়ায় সময় হানিফ ট্রাক্টর থেকে ছিটকে ওই ট্রাকক্টরের চাকার নীচে পড়ে যায়। এতে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। সে ওই ট্রাকক্টরের হেলপার হিসেবে দায়িত্ব পালন করছিল।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় জনপ্রতিনিধিদের অনুরোধে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।