• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১২-২-২০২৪, সময়ঃ সন্ধ্যা ০৬:৪৩

গোবিন্দগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত



গোবিন্দগঞ্জ প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। আজ সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে সংগঠনের মহিমাগঞ্জ রোডের কার্যালয়ে কেক কর্তন ও আলোচনা সভার আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক করতোয়ার গোবিন্দগঞ্জ প্রতিনিধি গোপাল মোহন্ত।

এ ছাড়া অনুষ্ঠানে অতিথি ছিলেন গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জাহিদুর রহমান প্রধান টুকু, উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি এম এ মতিন মোল্লা, সাপ্তাহিক কাটাখালির সম্পাদক মোয়াজ্জেম হোসেন, রিপোটার্স ফোরামের সভাপতি শাহ আলম সাজ, গোাবিন্দঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাসেল কবির ও রির্র্পোটাস ইউনিটের সভাপতি ডিপটি প্রধান।

জাতীয় সাংবাদিক সংস্থা গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি জিল্লুর রহমান সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাজাদুর রহমান সাজুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক তারাজুল ইসলাম, সাংবাদিক এসোসিয়েশনের সভাপতি মাহমুদ খান, সাধারণ সম্পাদক উজ্জল হক প্রধান, সিনিয়র সাংবাদিক শামীম রেজা ডাফরুল, চ্যানেল আই-এর ফারুক, সিনিয়র সাংবাদিক আব্দুল হান্নান আকন্দ, খোলা কাগজ প্রতিনিধি শাহীন আলম, সাংবাদিক ওয়াজেদ আলী, জাতীয় সাংবাদিক সংস্থার দপ্তর সম্পাদক মোস্তাফিজার রহমান, সদস্য শহিদুল ইসলাম খোকন প্রমুখ।

অনুষ্ঠানে গোবিন্দগঞ্জের সকল সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।