• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৫-৮-২০২৩, সময়ঃ বিকাল ০৫:০৩

গোবিন্দগঞ্জে জাতীয় শোক দিবস পালন



গোবিন্দগঞ্জ প্রতিনিধি►

গোবিন্দগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগ, উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন দিবসে তাৎপর্য তুলে ধরে  পৃথক, পৃথক কর্মসূচী পলন করে।

গোবিন্দগঞ্জ উপজেলা প্রসাশনের আয়োজনে বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলানায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন  গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী ও বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান এবং জেলা আওয়ামী লীগের সদস্য পৌর সভার মেয়র মুকিতুর রহমান রাফি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী প্রধান বাদু। গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফ হোসেনের সভাপতিত্বে ও সহযোগী অধ্যাপক ফিরোজ খানুনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম তাজু, মহিলা ভাইস চেয়ারম্যান শাকিলা বেগম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বেলাল হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান হিরু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু রুশদ মোঃ শরিফুল ইসলাম জর্র্জ, যুবলীগের সাধারণ আনোয়ার হোসেন ঠান্ডু সাবেক ছাত্রলীগ নেতা আহসানুল শেখ সুমন,   উপজেলা ছাত্রলীগ নেতা রাজু সরকার প্রমুখ।

বিকেলে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে একটি বিশাল শোক র‌্যালী শহরের বিভিন্ন সড়ক  প্রদক্ষিণ করে। এরআগে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।