• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১১-৬-২০২৩, সময়ঃ রাত ০৮:১৬

গোবিন্দগঞ্জে জাতীয় ফুটবল টুর্ণামেন্টের চূড়ান্ত খেলায় ট্রাইবেকারে মহিমাগঞ্জ দলের জয়লাভ



গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►

গোবিন্দগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব জাতীয় ফুটবল টুর্ণামেন্ট (অনুর্ধ ১৭) এর চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে।  রবিবার (১১ জুন) বিকেলে অনুষ্ঠিত এ খেলায় ট্রাইবেকারে মহিমাগঞ্জ ইউপি একাদশ গোবিন্দগঞ্জ পৌরসভা একাদশকে ৫-৪ গোলে পাজিত করে জয়লাভ করে।

উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে খেলা শুরুর পূর্বে অনুষ্ঠানে মোবাইল ফোনে প্রধান অতিথির  বক্তব্য রাখেন, গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। অনুষ্ঠানে  বিশেষ অতিথি ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান।

গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে চুড়ান্ত খেলা উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফ হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক দিপক কর। এতে প্রধান ও বিশেষ অতিথি ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাকিলা বেগম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম বিরু, ইউপি চেয়ারম্যান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দরবস্ত ইউপি চেয়ারম্যান আবু রুশদ মো: শরিফুল ইসলাম জর্জ, মহিমাগঞ্জ ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম প্রধান, শালমারা ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ, গোবিন্দগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র ও ৩নং ওয়ার্ড কাউন্সিলর মাজেদুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোকাররম হোসেন রানা প্রমুখ। সন্ধ্যায় অনুষ্ঠানের শেষপর্বে অতিথিবৃন্দ বিজয়ী ও রানার্সআপ দলেরহাতে ট্রফি তুলে দেন। 

দীর্ঘদিন পর গোবিন্দগঞ্জে এধরণের একটি টুর্ণামেন্টে অনুষ্ঠিত হওয়ায় স্থানীয় ক্রীড়ামোদীদের উপস্থিতিতে মাঠ ছিল কানায় কানায় পূর্ণ।