• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৬-১০-২০২৪, সময়ঃ সন্ধ্যা ০৬:২৯

গোবিন্দগঞ্জে জাতীয় পার্টির সভাপতি মশিউর, সম্পাদক রাজ্জাক নির্বাচিত



গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি►   

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা জাতীয় পার্টির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সম্মেলনে তৃতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যক্ষ কাজী মশিউর রহমান। এ ছাড়াও সাধারণ সম্পাদক পদে আব্দুল রাজ্জাক মন্ডল এবং সাংগঠনিক সম্পাদক পদে আবুল কালাম আজাদ নির্বাচিত হয়েছেন। 

আজ (শনিবার, ২৬ অক্টোবর) সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও জেলা জাতীয় পটির সহ সভাপতি ইঞ্জিনিয়ার মাইনুল রাব্বী চৌধুরী । 

এ উপলক্ষে শনিবার দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলা জাতীয় পার্টির কার্যলয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কাজী মশিউর রহমান। 

জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেললনের উদ্বোধন করেন গাইবান্ধার জেলা জাতীয় পার্টির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম নাদুয়া। 

জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিকের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি হাসান কবির তোতা, সাংগঠনিক সম্পাদক  আনোয়ারুল ইসলাম লেবু, যুগ্ম সম্পাদক একেএম নূরুন্নবী সরকার মিঠুল , আসাদুজ্জামান শাহিন ও সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। 

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব আব্দুর রাজ্জাক মন্ডল, জেলা জাতীয় পার্টির সদস্য মেহেদুল ইসলাম, গোবিন্দগঞ্জ পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আইয়ুব হোসেন, উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা জাতীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক ফিরোজুল ইসলাম তুহিন প্রমুখ। 

সম্মেলনে অধ্যক্ষ আলহাজ্ব কাজী মশিউর রহমানকে তৃতীয়য়বারের মতো সভাপতি, আব্দুর রাজ্জাক মন্ডলকে সাধারণ সম্পাদক এবং আবুল কালাম আজাদকে সাংগঠনিক সম্পাদক করে গোবিন্দগঞ্জ উপজেলা জাতীয় পার্টির ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।