- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৫-৩-২০২৫, সময়ঃ সকাল ০৯:৪৬
গোবিন্দগঞ্জে জমে উঠেছে ঈদের কেনাকাটা
গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ►
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঈদ উপলক্ষে জমে উঠেছে কেনাকাটা। পরিবারের সদস্যদের পছন্দমতো জামা-কাপড়, জুতা, গহনা ও কসমেটিকসহ নানা ধরণের ঈদ অনুষঙ্গ কিনতে ভিড় করছেন ক্রেতা সাধারণ। উপজেলা সদরের গোলাপবাগের বিপণিবিতান ছাড়াও মহিমাগঞ্জ, ফাঁসিতলা, কোচাশহর, নয়ারহাট, নাকাইহাট, কামদিয়া, বাগদা হাট, কোমরপুরের মার্কেটগুলোতেও সকাল থেকেই ক্রেতা সমাগম বেড়েছে।
রংপুর বিভাগের প্রবেশদ্বারখ্যাত গোবিন্দগঞ্জ উপজেলার ভৌগলিক অবস্থান বগুড়ার কাছাকাছি হওয়ায় এবং সড়ক যোগাযোগ ভালো হওয়ায় বগুড়ার বিকল্প মার্কেট হিসেবে গোবিন্দগঞ্জ উপজেলা সদরকে ক্রেতাদের বেশী পছন্দ। এখানে ঢাকা, বগুড়াসহ অন্যান্য বড় মার্কেট গুলোর মত ক্রেতার চাহিদা মাফিক সকল পোশাক ও পণ্য পাওয়া যায়। এছাড়াও একসঙ্গে অনেকগুলো মার্কেট আর সব ধরনের পণ্য পাওয়ার সুবিধা থাকায় আশেপাশের বিভিন্ন উপজেলা থেকে অনেক ক্রেতা আসেন কেনাকাটা করতে। এবারও এই শহরের শপিংসেন্টার গুলোতে ক্রতা সমাগম উপজেলার অন্যান্য বাজারের তুলনায় বেশি। শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সি মানুষ কেনাকাটা করতে আসছেন। ক্রেতারা বলছেন, ঈদের আগমুহূর্তে মার্কেটে ভিড় বেশি থাকে, তাই ঝামেলা এড়াতে আগেভাগেই কেনাকাটা শুরু করেছেন।
সরেজমিনে রাজমতি, আহসান প্লাজা, নুরজাহান শপিং কমপ্লেক্স জাহানারা মার্কেট, পৌর সুপার মার্কেট, তালুকদার সুপার মাকেটসহ অন্যান্য মার্কেট ঘুরে ক্রেতা-বিক্রেতার সাথে কথা বলে জানা গেছে, গরমে আরামদায়ক পোশাকের দিকে বেশি ঝুঁকছেন ক্রেতারা। মাঝারি দামের পোশাকের চাহিদা বেশি।এ ছাড়াও দেশীও পণ্যের পাশাপাশি ভারত এবং পাকিস্থানী জামা-কাপড় ওড়না শ্যালোয়ারের ব্যাপক চাহিদা রয়েছে।
শহরের রাজমতি মার্কেটের বিগাাশ গার্মেন্টের স্বতাধিকারী বিকাশ কুমার বলেন, এবার ক্রেতাদের দেশীয় পণ্যের পাশাপাশি পাকিস্তানি এবং ভারতীয় লেহেঙ্গা জর্জেট, থ্রি-পিচ চাহিদা রয়েছে। ছেলেদের টি-শার্ট, জিন্স প্যান্ট, হালকা গরমের পাঞ্জাবিসহ ভালো মানের কালেশনও আছে। বিক্রিও ভালোই হচ্ছে। ক্রেতারা আসতে শুরু করেছেন। রমজানের শেষের দিকে ভিড় আরো বাড়বে বলে আশা করছি।
আধুনিক শপিং সেন্টার আহসান প্লাজার তৈরী কাপড়ের শো-রুমে বিডি ক্যালিফ এর পরিচালক বলেন, মাত্র কিছুদিন হলো ব্যবসা শুরু করেছি। ক্রেতাদের ভাল সারা পাচ্ছি। তিনি বলেন ঈদ মার্কেট উপলক্ষে তার শো-রুমে বিভিন্ন পণ্যের ওপর ১৫ পার্সেন্ট ডিসকাউন্ট ছাড়াও বিভিন্ন অফার চলমান রয়েছে।
নিরাপত্ত প্রসঙ্গে রাজমতি মার্কেট ব্যবসায়ি মালিক সমিতি সভাপতি আবু বক্কর সিদ্দিক বলেন, থানা প্রসাশানের টহল রয়েছে। সার্বিক আইন শৃংখলা ভাল। ঈদের আগে নিরাপত্তার ব্যবস্থা আরো জোরদার করার কথা জানিয়েছেন।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশী টহল ব্যবস্থা বাড়ানো হয়েছে। এছাড়া ক্রেতা সাধারণ যাতে নিরাপদে এবং নিবিঘ্নে কেনাকাটা করতে পারে সেবা মার্কেট গুলিতে এবং মহাসড়কে স্কাউট সদস্যরা আ্ইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহায়তা করছে। উপজেলার ব্যস্ততম বাজার গুলোতে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের সঙ্গে সমন্বয় করে গ্রাম পুলিশ রাখার ব্যবস্থা করা হয়েছে। আর দিন ও রাতের বেলা পর্যায়ক্রমে পুলিশি টহল অব্যহত রয়েছে।