- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১১-১২-২০২৪, সময়ঃ বিকাল ০৪:০০
গোবিন্দগঞ্জে ছেলে-ভাতিজাসহ ‘মাদক কারবারি’ গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক►’
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ছেলে-ভাতিজাসহ ‘মাদক কারবারি’ বাহাদুর সরকারকে (৩৮) গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। একইসঙ্গে তাদের কাছ থেকে ৪ হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেট এবং ১৯ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।
আজ (বুধবার, ১১ ডিসেম্বর) সকালে উপজেলার মালঞ্চা হাজিপাড়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বাহাদুরের ছেলের নাম নাজমুল হুদা বাপ্পী (২০) এবং ভাতিজার নাম মাসুদ রানা (২১)। তারা ওই গ্রামেরই বাসিন্দা।
গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাহ্ নেওয়াজ এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাহাদুর দীর্ঘদিন থেকে মাদকের কারবার করে আসছিলেন। মাদক কারবারের সঙ্গে তার পরিবারের বেশ কয়েকজন সদস্য জড়িত। ইতিপূর্বে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।
তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাদের গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।