- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ৪-৯-২০২৩, সময়ঃ বিকাল ০৫:৩৯
গোবিন্দগঞ্জে চৌবাচ্চা থেকে ভাসমান লাশ উদ্ধার
গোবিন্দগঞ্জ প্রতিনিধি►
গোবিন্দগঞ্জ পান্থাপাড়া এলাকার একটি মোটর ড্রাইভিং সেন্টারের চৌবাচ্চার পানিতে ভাসমান অবস্থায় অনাথ চন্দ্র শীল (৪০) নামে এক ব্যক্তির মরদেহ করা হয়েছে।
আজ সোমবার (৪ সেপ্টেম্বর) স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসে একটি ই্উনিট ও থানা পুলিশ গোবিন্দগঞ্জে ফিলিং স্টেশনের পুর্ব পাশে সোহেল ড্রাইভিংয়ের চৌবাচ্চা থেকে মৃতদেহটি উদ্ধার করে।
স্থানীয়রা জানান, মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তিকে বেশ কয়েক দিন ধরে গোবিন্দগঞ্জ শহরে ঘোরাফেরা করতে দেখা যায়। তবে তার নাম-পরিচয় জানতে পারেনি কেউ। এরই মধ্যে আজ সোমবার সকালের দিকে শহরের পান্থাপাড়া এলাকার গোবিন্দগঞ্জ ফিলিং স্টেশনের সামনের সোহেল মোটর ড্রাইভিং সেন্টারের একটি চৌবাচ্চার পানিতে তার মরদেহ ভাসতে দেখা যায়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বলেন, খবর পেয়ে চৌবাচ্চার পানি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তথ্য প্রযুক্তি ব্যবহার করে তার পরিচয় নিশ্চিত করা হয়েছে। এ ব্যাপারে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। মৃত্যুরহস্য উদঘাটনে তদন্ত চলছে।