- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৯-১০-২০২২, সময়ঃ সন্ধ্যা ০৬:১৫
গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ, যুবক গ্রেফতার
গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ধর্ষণের শিকার হয়েছে এক গৃহবধূ। এঘটনায় শুক্রবার বিকালে ওই গৃহবধূ বাদি হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ তাৎক্ষনিক মামলায় অভিযুক্ত মশিউর রহমান (৩৫) নামের এক যুবককে নিজবাড়ি থেকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করে। অভিযুক্ত যুবক উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের শ্রীপতিপুর গ্রামের মোন্তাজ আলীর ছেলে।
পুলিশ জানান, শনিবার বিকালে ভিকটিমের শারীরিক পরীক্ষা শেষে তাকে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। বাদীর অভিযোগের বরাত দিয়ে স্থানীয়রা জানায়, মশিউর রহমান স্বামী পরিত্যক্ত ওই গৃহবধূর সাথে বিয়ের প্রলোভন দিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলে বাড়ীতে যাতায়াত শুরু করে। গৃহবধূর মা শিরিনা বেগম জানান, গত ১৩ অক্টোবর তারা বাড়িতে ছিলেন না। এই সুযোগে মশিউর রহমান তার বাড়িতে আসে এবং বিয়ের প্রলোভন দিয়ে সুযোগ বুঝে তার মেয়েকে ধর্ষণ করে। তাকে বিয়ের জন্য চাপ দিলে মশিউর বিয়ে করতে রাজি না হয়ে আত্বগোপন করে। পরে মামলা দায়ের হলে পুলিশ তাকে গ্রেফতার।