- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১৪-৩-২০২৩, সময়ঃ বিকাল ০৪:১৪
গোবিন্দগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার
গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►
গোবিন্দগঞ্জে বাসে তল্লাশি চালিয়ে আড়াই কেজি গাঁজা সহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন বগুড়ার হাকির মোড় সুলতানগঞ্জ পাড়ার আব্দুল আজিজের পুত্র মামুন শেখ (৩০) ও তার স্ত্রী একই এলাকার আনোয়ার হোসেনের কন্য তানজিনা আকতার (২৪)।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দীন জানান, গত রবিবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে থানার এসআই প্রলয় বর্মা ও এএসআই আব্দুর রাজ্জাক ঢাকা-রংপুর মহাসড়কের চাপড়িগঞ্জ এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনার সময় ঢাকামুখী যাত্রীবাহী বাস খান এন্টারপ্রাইজে তল্লাশি করে শরীরে বিশেষ কায়দায় পেঁচানো অবস্থা মামুন ও তানজিনা নামে ওই ২যাত্রীকে আটক করা হয় এবং তাদের শরীর থেকে প্রায় আড়াই কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হলে আজ তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।