• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৩-১০-২০২৩, সময়ঃ বিকাল ০৫:৫৯

গোবিন্দগঞ্জে গরুসহ ৩ চোর গ্রেফতার



গোবিন্দগঞ্জ প্রতিনিধি

গোবিন্দগঞ্জে চোরাই গরুসহ ৩ চোরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- গোবিন্দগঞ্জ থানার পৌরসভার চকগোবিন্দ  গ্রামের হাতেম আলীর পুত্র মোহাম্মদ হারেছ সরকার (৩৬), বগুড়ার শিবগঞ্জ উপজেলার হুদারবালা  গ্রামের মৃত মশারফ সরকারের পুত্র উজ্জল সরকার (৩০) এবং শহিদুল ইসলাম সরকারের পুত্র মনিরুল ইসলাম সুজন (৩২)।

রবিবার (১ অক্টোবর)  গোবিন্দগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ডের মৃত কেরামত আলী  শেখের পুত্র আবু তাহের শেখে একটি গরু বাড়ির পাশে ক্ষেতে বাধা অবস্থায় চুরি হয়। বিষয়টি গোবিন্দগঞ্জ থানা পুলিশকে জানালে গোবিন্দগঞ্জ অফিসার ইনচার্জ  মোঃ শামসুল আলম শাহ তাৎক্ষণিকভাবে চোরাই গরু উদ্ধারের নির্দেশ প্রদান করেন। 

এরপর থানার এস আই প্রলয় কুমার বর্মা তথ্যপ্রযুক্তির সহায়তা এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আসামিদেরকে সনাক্ত করেন। তিনি সঙ্গীয় ফোর্স সহ  গভীর রাতে গোবিন্দগঞ্জ থানা এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে  প্রথমে হারেছ সরকার (৩৬) গ্রেফতার করেন পরে তার দেয়া তথ্য মতে অপর দুই আসামিকে গ্রেফতার করেন এসময় তাদের হেফাজতে থাকা চোরাই গরুটি উদ্ধার করা হয় ।   

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ বলেন, মামলা রেকর্ড হয়েছে এবং  গ্রেফতারকৃত আসামিদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।