- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ৮-৭-২০২৩, সময়ঃ সকাল ০৮:৩৯
গোবিন্দগঞ্জে কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত॥ ১০ জন আহত
গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার গোবিন্দগঞ্জে কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩জন নিহত ও অন্তত পক্ষে ১০ জন আহত হয়েছেন। আজ শুক্রবার রাত সাড়ে ১১ টায় দিতে ঢাকা-রংপুর মহাসড়কের বালুয়া হাট নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে গাইবান্ধার আব্দুর রাজ্জক নামে ১ ব্যক্তির পরিচয় পাওয়া পওয়া গেছে।
পুলিশ এবং প্রত্যক্ষদর্শীর জানান, রংপুরমুখী শ্যামলী পরিবহনে নামের একটি কোচের সাথে ঢাকা মুখোমুখি ট্রাকের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে বাসের একজন যাত্রী ঘটনাস্থলেই ও হাসপাতালে নেয়ার পথে ট্রাকের আরও ২জন মারা যায় ।
এসময় মহাসড়কের দুই পাশের যানজট সৃষ্টি হলে স্থানীয় জনতার সহায়তায় পুলিশ ও ফায়ার সাভির্স হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চত করে বলেন, নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে বাকী দুই জনের পরিচয় পাওয়া যায়নি।