• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৯-৪-২০২৩, সময়ঃ বিকাল ০৩:৫৭

গোবিন্দগঞ্জে কৃষকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত



গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►

বাংলাদেশ কৃষকলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জে কৃষকলীগের বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী প্রধান বাদু ও কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য খন্দকার জাহাঙ্গীর আলম। 

বুধবার দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে গোবিন্দগঞ্জ কৃষকলীগের সভাপতি মোস্তাফিজার রহমান মুকুর সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগের সহ সভাপতি আব্দুর রশিদ ধলু, পৌর কৃষকলীগের সভাপতি জাফরুল্লা  ভুইয়া, সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান মোহন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি গোলজার রহমান, গাইবান্ধার জেলা যুবলীগ নেতা প্রভাষক সুমন কায়ছার সহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে একটি বর্ণাঢ্য র‌্যালী শহর প্রদক্ষিণ করে।