• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১২-১২-২০২২, সময়ঃ সন্ধ্যা ০৬:১৪

গোবিন্দগঞ্জে কভার্ডভ্যানের ধাক্কায় শ্রমিক নিহত



গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কভার্ড ভ্যানের ধাক্কায় শফিকুল ইসলাম (৪০) নামের এক শ্রমিক নিহত হয়েছে। আজ সোমবার (১২ ডিসেম্বর ) সকাল সাড়ে ৮টায় গোবিন্দগঞ্জ-গাইবান্ধা আঞ্চলিক মহাসড়কের বড়দহ নতুন বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ কভার্ডভ্যানটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। নিহত শফিকুল ইসলাম নাকাই ইউনিয়নের দক্ষিণ পাটোয়া গাছবাড়ী গ্রামের আব্দুল আজিজের পুত্র।

গোবিন্দগঞ্জ থানার এসআই সুজন কবির দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান সকালে  শফিকুল একটি  রিক্সাভ্যান যোগে গাইবান্ধার দিকে যাচ্ছিল। এসময় দারাজ কোম্পানীর একটি কভার্ডভ্যান তাকে বহনকারী রিক্সাভ্যানে ধাক্কা দিলে শফিকুল ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। কভার্ডভ্যানটি আটক রয়েছে তবে চালক হেলপার পালিয়ে গেছে।